দুটি বস্তুকে একত্রে জুড়ে শিল্প রূপ দিতে চাও?
হবে বিলক্ষণ -
আঠা দিয়ে আগে এক ও অভিন্ন কর দুটিকে
নতুন অবয়বে সুস্থিত রূপটি হবে নয়নাভিরাম!
টেকসই নান্দনিক রূপ দিবে?
সবই সম্ভব -
সবার আগে বস্তু দুটির জ্যামিতিক অবয়ব
এক হওয়া চাই:
উত্তলে চাই অবতল পিঠ - অবতলে উত্তল
সমতলে সমতল হওয়া চাই;
উত্তলে উত্তল, অবতলে অবতল কিংবা
সমতলে নয় উত্তল, নয় অবতল।
সবার উপর; বুকের জমিন সমমসৃণ হওয়া চাই
অমসৃণ বুক কিংবা অসম পিঠ -
আঠার গুণ হয় না চৌকষ ঠিক
যতই তা হোক জোরালো।
দুটি মনের সম্পর্কও যেন ঠিক তা ই;
হয় না সুসংস্থিত,
যদি না হয় জ্যামিতিক অবয়বে ঠিক -
একে অন্যের পরিপূরক।