স্মরণের সুতোয় বেঁধেছি স্মৃতির মিনার
অযুত দেয়াল, লক্ষ কুঠুরি। আছে তায়
মুক্তো শোভিত অমূল্য কারুকাজ মোড়া
দ্যুতি ছড়ানিয়া চকমকি উপল।
বিকিরণ প্রভায় বিকশিত স্মৃতি
দোলে উঠে প্রাণ, খাবি খায় অকারণ।
জানে মোর অন্তর কী বাজে নিরন্তর
ইতিউতি জেগে রয় অস্ফুটে কথা কয়
বাতাসেতে যেন তার মধুর মায়া হাসে
চঞ্চল প্রাণ মনে এ কী উদাসী আবেশ
একটি বীণার তার সদা ঝংকারে
ভেসে আসে মুগ্ধস্বর কানে ও মননে।
রোদেলা দুপুরের নিথর ক্লান্ত বায়ে
বাতাসের ঘন কোলাহল সুর হয়ে ঝরে
অনল প্রহরে পেতে থাকি মন প্রাণ
শুনি কার বাণী, আশার কানাকানি।
নির্ঝরের ছন্দে রোয়া উঠা স্বপ্নগুলো
পাখা মেলে আনমনে বাতাস নিলয়ে।
মনের নিবিড় কোণে যে ভালোবাসার চাষ
তাকে ফেলে আসা যায়, ভোলা যায় না
স্মৃতির আকাশে পরিযায়ী আলোর দ্যুতি
স্বতঃ সুন্দরে তারা হয়ে ফোটে,
সে আভা ঢেকে চলা গেলেও মুছা যায় না।