মানুষ তুমি - মনুষ্যত্বেই আসিয়ান
নও মোটেও হিন্দু কি'বা মুসলমান
মানুষ্য পরিচয় হোক তোমার শাশ্বত মহান।
জাত-বিজাতের ভাবনা অসার
ওই বিহ্বর ছেড়ে এসো এবার
সবাই মানুষ একই রেখায় তোমার অবস্থান।
সাদা-কালোর বিভেদ কেন
আজো উঁচু-নিচুর দেয়াল টান!
তোমার আমার দেহে ওই একই রক্ত বহমান।
তোমার আমার জঠর দাবি
এক মোহনায় খাচ্ছে খাবি
তবে কেন নিচু আমি, তুমি হবে মহিয়ান?
ইতর-কুলীন! মাটির ঢেলা
জীবন শেষেই মরণ পালা
জেনো; পরিণতি সবারই যে অভিন্ন সমান।
এই কৃষ্ণ নিশার হলেই ভোর
দেখো; ব্যবধান সব হয়েছে দূর
কুহক ভাবনা ত্যাজি হয়ে উঠো ধনবান।
জীবনের সাধ নানান হলেও
মরণ স্বাদের গরল সবাই করবো পান
মনুষ্য পরিচয়ই হোক তবে শাশ্বত মহান।