আসরের মেধাবী কবি - জে আর এ্যাগ্নেসের 'তুমি জান কি' কবিতার মন্তব্যসূত্রে লিখা কটি লাইন তাঁকেই উৎসর্গ করছি:
----------------------------------------------
যে প্রেম মনের গহনে নিবিড় -
মেরু-প্রদেশের বরফ শীতলতায়
আলবৎ সে প্রেমের পারদ অনড় ও স্থির।
প্রশান্ত'র ব্যাপ্ততায় সে প্রেম নিশ্চল, উদার অসীম
আটলান্টিকের গভীরতায় অতল অধীর!
যে চোখের তারায় আঁকা সুনীল আকাশ
অম্বুদ সায়রে ডলফিন-তিমির নিঃশঙ্ক সন্তরণ
সীমাহীন দিগন্তের নেই অবকাশ
চিত্ত সেথা বিত্তশালী, প্রফুল্ল উদার
নিভৃতে লালিত নিধি - সম্প্রীতির অভিলাষ।
কুসুম-সজ্জা যে পথের দিশা প্রণয়ের আঙিনায়;
ফুলদানির ফুলে 'বে নী আ স হ ক লা' দ্যুতি
রঙধনু-রঙ স্বপ্নের ভিড় মনের নীলিমায়...
প্রশান্ত আকাশ মূর্ত প্রকাশ প্রচ্ছদে রয়েছে ফুটি
গোপনে লেখা নামখানি সেই প্রিয় তালিকায়।
মেঘনা কি সিন্ধুর উন্মত্ত ফেনিল জলে
নিশ্চিন্তে যে ভাসাতে পারে জীবনের ডিঙাখানি
স্ফূর্ত জীবন ছড়ায় কিরণ দুর্জয় বাঁধা দলে
কণ্টক-গিরি সব বাঁধা ছিঁড়ি কাঙ্ক্ষিত জয় আনবে টানি
মানে না সে পরাভব, যায় না টলে।