কালের এ ঘোর লাগা তুমুল সন্ধ্যায়
সুচেতনার অভিযাত্রী তুমি মহিয়সী নারী
জ্যোতির প্রতিভূ হও তুমি মায়ার মায়াবিনী
মালালা, তেরেজা কিংবা রোকেয়া-ম্যাকটাভিস্
এগিয়ে চলো সুমুখ পানে। ত্যাজি দ্বিধা লাজ ভীতি -
যাত্রা হোক তবে আলোকের সন্ধানে।
জায়া তুমি মায়া তুমি, প্রীতিলতা ভগিনী
আলোর মশাল তুলে নাও এই রাঙা করে
হও আঁধার যুগের ত্রাতা, দ্যোতি প্রভায় হরিণী।
নীলিমার বর্ণীল কুয়াশায় দেখেছি যে ছবি
সেই রাঙা প্রভাতের তুমি কি আলোর সুত?
আঁধার তাড়ানিয়া মহিয়সী নারীর হে অগ্রদূত।
তব কণ্ঠে উচ্চারিত মানবতার প্রকম্পিত স্লোগানে
মুখরিত হোক আজ আকাশের নীল
খসে পড়ুক সরীসৃপের বিভক্ত দ্বিধারা জিভ
অশুভ শক্তির বিষাক্ত ছোবল, হায়েনার দাঁত...
রুখে দাও যত অশুভ বিধির অন্ধ প্রাকার
উজ্জ্বল প্রভাতে করো হে যাত্রা নব অভিযাত্রী।