কারে তুমি কর সালাম প্রণাম
অন্তরে বাস ঈশ্বরের
অরূপ মুরতি কর হে ভাস্বর
জ্বালাও দীপ তমোঘরের।
ভুলে আদিমতা চোখটি মে’ল
মানবের ‘মান’টি রেখে
চষে ফি’র না ব্রহ্মাণ্ড আর
বিবেকের ‘হুশ’টি ঢেকে।
খুঁজে নাও - ভিতরে তোমার
রয়েছে কাহার বাসা
সে কি দেবতার ছায়া
না কি দানব সর্বনাশা!
পরখ কর একটি বার
তুমি অনুগামী কার
কাহার ভক্ত তুমি
মানুষ না মানবতার!
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-২৬) কাব্যগ্রন্থে প্রকাশিত।