'আমি'র আমিত্ব নিয়ে জীবনের
যত হিসাব নিকাশ
মিলিয়ে কি পাই সব কিছু তার?
করে যাই - হা-হুতাশ।
আপন নিয়মে সময় গড়িয়েই যায়
রেখে যায় কিছু স্মৃতিছাপ
কী পেল আর কী ই বা হারাল
নেই তার কিছু পরিতাপ।
সুবোধ বিবেকের কাছে আজ
আধুনিক সভ্যতা প্রশ্নবিদ্ধ বটে!
একটি বাসযোগ্য পৃথিবী
কবে জুটবে আমাদের ঘটে?
দোটানায় পড়ে মানব জীবন
সময়ের চাপে হিমশিম খাচ্ছে
ভাবনার ঘোড়া অনন্ত যাত্রায়
ক্রমশই খোঁড়া হয়ে যাচ্ছে!
নিগূঢ় ভাবনার বলিরেখা
ফুটে উঠে কপালের ভাঁজে
কাল-অকালের সীমারেখা টেনে
অন্ধ বিবেক কাঁদে অকাল সাঁঝে।