চুন সুরকির দেয়াল ছিল - পলেস্তারা খসে খসে কালের গর্ভে হারিয়েছে সেই কবে! তবু লাল মোরামের শ্যাওলা পড়া ঢিবিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে কিছু শালফুল বেহায়া অহংকারে।
বেহায়া ওই ফুলটির অপর নাম 'forget me not' অবহেলায়ও এদের বাড়-বাড়ন্ত ভারি। শত অনাদরেও এরা দাঁড়িয়েই থাকে; যাকে-তাকে জড়িয়ে ধরে - 'ভুলো না আমায়' নিয়ে যাও সাথে!
ফুলদানীতে সবাই শখ করে কাগজের ফুল সাজায় বটে, তবু কেউ ভালবেসে শালফুল হাতে তুলে নেয় না, সাজায় না ফুলদানীতে। মানুষের এই নিষ্ঠুর অবহেলা সয়েও শালফুল তবু বেঁচে থাকে যুগ থেকে যুগান্তরে।