কবি লক্ষ্মণ ভাণ্ডারী রচিত 'কাব্য সুধাংশু' কাব্য উপহারের জবাবে আমার লিখা ক'ছত্র সেই প্রিয় কবির করকমলে উৎসর্গ করছি:
----------------------------------------

লক্ষণ তুমি রামের অনুজ কাব্য সুধার ভাণ্ডার
চষে বেড়াও অবলীলায় সাগর মরু কান্তার।
সরস্বতী তোমায় দি'ছেন অগাধ কাব্য-সুধা
তাহার উপর তোমার আছে দুরন্ত এক মেধা।

অজয় পাড়ের কবি তুমি দূর দিল্লী প্রবাসী
তবু তোমার মন পড়ে রয় মাটি ভালোবাসি।
অজয় নদীর পলি দিয়ে মনটি বুঝি গড়া?
তাইতো এত প্রিয় তোমার মা-মাটি আর ধরা!

মাটির কবি মাটির মানুষ তুমি অংশুমালি
উঁচু-নিচু সবখানে দাও ভালোবাসা ঢালি।
সবার তরে এত দরদ ধারণ কর মনে
নাই ভেদাভেদ হিংসা-বিভেদ গুণী কী নির্গুণে।

যেমন তুমি পোষণ করে অপার স্নেহ-প্রীতি
আপন ভেবে বুকের ভাষায় করছ চয়ন গীতি
তোমার তরেও পরম প্রভুর থাকুক ভালোবাসা
সুখে ভরা জীবনটি হোক অতীব নিটোল খাসা।