নিসর্গের লীলায়িত বিভায়
দেখেছি কী অপরূপ সাজ!
অপূর্ব সে রূপসী আমার
ভাটী-বাংলার প্রকৃতি সমাজ।
বৈচিত্র্যতার বৈপরীত্য নিয়ে
ভাল-মন্দের বিপুল সমাহার
রূপ-বিভোর বিমল শোভায়
সুরে গানে মিশে একাকার।
হৃদয়ের অনুভবে সুখ-ছবি এক
হাসে তায় জীবনের পরমায়ু
প্রলয় ঝঞ্ঝায় করে তছনছ,
কখনো মৃদু লয়ের বসন্ত বায়ু।
সাগর কিংবা আকাশের নীল
মনে কি গো ধরে, কলমেও ঝরে?
এসো তবে মিশি নীল নীলিমায়
একই সুরে গাই প্রাণ-মন ভরে।
দিনের আলো মিলিয়ে গেল!
অরুণ মুখে এসো আবার ফিরে
কুড়াতে ঝিনুক শাপলা শালুক
চপলাঝরা নির্ঝরিনীর তীরে।