অশেষ সময়, ভাবনা বিশেষ - যাক না;
গিয়েছে যা ক্ষয়ে ধুয়ে
হারিয়ে যা গেছে আজ কালের কলরবে।
ক্ষতি কী তাতে, যখনই জাগবে তুমি,
জাগবে বোধন দেখবে তুমি;
এই আমি ও সময় অগণ্য নই ধরাধামে!
তখনই জীবন হোক না শুরু নতুন ভাষা পয়গামে
কস্তুরি সুবাস তারও কম কিসে?
বিকোবেই তা চড়া কি বা কম দামে!


🔯  কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ০৭) কাব্য সংকলনে প্রকাশিত।