কবি কমল দাশ গুপ্তের ২০০তম কবিতা - "ইতিহাস কথা বলতে চায়"
এর ভাবধারায় প্রাণিত হয়ে সৃষ্ট কবিতাটি সেই কবিকেই উৎসর্গ করছি।
-------------------------------------------------
নীল! এ শুধু আকাশের নীল নয়,
নয় সে যে অপরাজিতারও নীল!
নীল সাগরের বারি ধারায় সিক্ত
প্রেমের আবেশ নয় কিংবা
ফণিনীর কিছু নীল বিষ!

এই নীল - সাম্রাজ্যবাদের ভূ-রাজনৈতিক থাবা;
শ্বেত ভেড়ার নীল নেশা, নীল চাষ, নীল কুঠি
নীল বানিজ্যের নীল নকশার বাস্তবায়ন -
লুণ্ঠিত হয়েছে কিষাণের জান মাল অঙ্গ;
দাসত্বের জোয়াল কাঁধে কৃতদাস সেজে
দুইশ' বছর টেনেছে ভূ-ভাগ গ্লানির ঘানি।

রচিত হয়েছে শোষণের ইতিহাস,
জন্ম হয়েছে জগৎ শেঠ, মীর জাফর, রায় বল্লভ
প্রমুখ - সাদা প্রভুর পেদলেহী সারমেয় কুল!
নীল রক্তের সুবিধাভোগী - সাম্রাজ্যবাদের দালাল;
স্বাধীনতার মুক্তশ্বাঃসেও ওদের রক্ত হয়নি বিলীন
ক্ষণে ক্ষণে তাই ওরা আজও কথা কয়!!