নিপাতনে সিদ্ধ যা সপাতনে বিদ্ধ
নিম নিম নিষেধের
ঝিম ধরা আলেয়া
দৃষ্টির আবডালে মোহ কেড়ে ঋদ্ধ।
খাই খাই নাই নাই ছুঁচোমুখে খুঁজে যাই
তল্পির কড়া নাড়ি
ঘাড়ে নিয়ে হুলিয়া
রাজ্যজুড়ে আছে শুধু 'নাই' আর 'নাই'।
'সুখের অসুখে' আজ হয়ে গেছি নিঃস্ব
ত্যাগহীন বিলাস-ব্যসন
ভোগের নেশায়
যতনে গড়েছি এক জ্বালাময় বিশ্ব।
রূপ মনোহর নানাবরণ নানান জিজ্ঞাসা
ভোগের নিবাস কোথা,
কোন সে আশায়
সুপেয় জলেও আর মিটে না পিপাসা!
নীচমতি বাসনার স্ফিতকায় রসনা!
চাই আরো বেশি চাই
যার কোন পর নাই
আহা, রাতকানা হৃদয় ধরে কী নিগূঢ় এষণা?