চোখের 'পরে পুচ্ছ নেড়ে
যাও চলে দূত কোন সে দূরে
নৃত্যে ছন্দে তোমার গীতে
কেন বাঁধ না আমায় মিতে?

এমনতরো ছলাকলা
আমি কি গো আলাভোলা?
চিনতে চাই তোমার বাড়ি
তবু কেন দাও হে আড়ি?

তোমার পানে আড় নয়নে
তাকিয়ে থাকি মুগ্ধ ধ্যানে
রাত কেটে যায় অবলীলায়
নিদ্রা বিহীন জাবর কাটায়।

ফন্দি তোমার বুঝি না কিছু
কেন অবেলায় নাও গো পিছু!
নিশীথ জাগা শাস্তি সদায়
ভালবেসে দিচ্ছ কানাই!

কোন দোষেতে আমায় প্রিয়
নিত্য প্রহর করছ হেয়?
একদিন ঠিক পালিয়ে যাব
আকাশ হতে চেয়ে রব।

তখন তুমি জব্দ হবে
খেলা তোমার ফুরিয়ে যাবে।
রইবে না আর তোমার মায়া
সেই আকাশে রোদের ছায়া।

তিক্ত স্বাদের তালকানা রাত
হবে কি গো আবার প্রভাত!
তমাল বীথির ঘন কুঞ্জে
আর পাবে না আমায় খুঁজে।

তখন কারে জ্বালবে তুমি
জাগাবে কি আর নয়ন চুমি?
থামবে তোমার জারিজুরি
কার সাথে আর দিবে আড়ি?


🔯 কবিতাটি আমার সম্পাদিত "জলতরঙ্গে কাব্যভেলা" (পৃষ্ঠা - ১৬) সংকলনে প্রকাশিত।