উদাস দুপুরে এখনো কি ভাবো আমার কথা
সরেই তো এসেছি বুকে নিয়ে তোমার ব্যথা।
এখনো কি রেখেছো খুলে স্মরণের বাতায়ন
নির্বিষ ময়াল যে আশীবিষে করতো দহন?
স্মৃতিরা ভাঙা পাড়ে, নিভৃতে যায় কি কেঁদে
ধুধু মরুঝড় এখনো কি মাথা ঠুকে প্রতিবাদে?
ভয়াল শ্বাসে বীভৎসতার দাবানল দাহে চারপাশে
হয় কি আড়ষ্ট আর হিংস্রতার দাঁত ভেঙে পিষে?
স্মৃতি কাতর হলে হায় বেদনাতুর কোন ক্ষণে
হারা দিনের মধু রেণু ফেলবে ছায়া ওই মনে
ধূপ ধন্যে পুণ্য ধারার অসীম জোয়ার কালে
কি ছিল সেই অমূল্য ধন কি-ই বা হারালে?
প্রীতির মালায় গাঁথা ছিল যেসব ফুলের কলি
ভালবাসার অনটনে সেসব আপনিই গেল ঢলি
মধুর ভুলে থাকতো যদি সুখের অলীক স্মৃতি
সেসব ভুলে থাকলে ভুলে কি-ই বা ছিল ক্ষতি?
সবুজ মনের গহীন কোণের সেই সুবরণ রেখা
আশার লতা মেলতো কুঁড়ি মিলতো সুখের দেখা।
স্বপ্নবিহীন বাঁচা ব্যথাময় জানি দুর্বহ সিসা ভারী,
সেই মায়ার বিষয়-আশয় আবছায়া সব তারই।
তৃষিত হৃদয়ে ঝরে আর্তনাদ নিষিক্ত ঝর্ণা লয়ে
মরূদ্যানের আশে ছুটে দিশাহীনে দিগ্বিদিক হয়ে।
দীপ্ত তাপসের কণক ঝলসে হৃদয় যদি হয় অধীর
তৃষিত যাচনায় সে আকাশ আর হবে কি লুব্ধ স্থির?
----------------------------------------
🔯সঞ্চালন কবিতা সম্ভার (পৃষ্ঠা-০৮) প্রকাশিত