ঝিনুক ভেঙে মুক্তো পেলে
মন কি খুঁজে পেয়েছ?
মুক্তোলোভী বনিক তুমি
অন্তরে দাগ দিয়েছ।
মুক্তো লোভে কাটলে ঝিনুক
মনের খবর নিলে না
খাঁচার ভিতর দুইই ছিল
সে খবরটি রাখলে না।
মুক্তোলোভী বনিক তুমি
অন্তরে দাগ দিয়েছ।
মুরগী পোষা ভালোবাসার
করেছিলে যেই আবাদ
ব্যবসা তুমি ঠিকই নিলে
দিলে খাঁচার অপবাদ।
মুক্তোলোভী বনিক তুমি
অন্তরে দাগ দিয়েছ।
দেহ ছাড়া মন মিলে কি
মন বিনে কি দেহ?
মুক্তো লোভে কী হারালে
বুঝলো না তা কেহ।
মুক্তোলোভী বনিক তুমি
অন্তরে দাগ দিয়েছ।
মনের মাঝে পুষেছিলাম
অনেক বড় আশা
মুক্তো দেবো মানিক দেবো
দেবো ভালোবাসা।
এখন তুমি দেহ কেটে
আশা মিটিয়েছ।
মুক্তোলোভী বনিক তুমি
অন্তরে দাগ দিয়েছ।