মুখ ঢাকা মুখোশের এই চরাচর
সব যেন লাগে দেখি অচেনা সাগর
চড়া ভারি কণ্ঠস্বর সুর নেই তাতে
পাপড়ি থেতলে যায় কাঁটার আঘাতে।
পূর্ণিমার চাঁদে নেই আভা দ্বাদশীর
চোখের উপরে আছে আস্ত এক শির
যাপনের আয়োজন যত পোক্ত আজ
সূর্য প্রভায় তো নেই আগুনের ঝাঁজ!
মনের বোতাম খোলা, খেলে বিষবায়ু
গতায়ু প্রাণের নিভে যাওয়া পরমায়ু
মুখোশের আড়ে ঢাকা সে কুৎসিত মুখ;
অপরূপ আভা যেন ফুটেছে ময়ুখ!
ঠোঁটে মিঠা মুখে লালা অন্তরে গরল
স্বরেতে কী মধুসুধা ঝরে অবিরল
ভুজঙ্গ লুকিয়ে ফণা মুখোশের আড়ে
কখন বসাবে আশী শিকারের পরে।
কুয়াশার তেজ দেখে শীত মাপা যায়
প্লাবনের রঙ দেখে বান বোঝা যায়
মুখোশেতে ঢাকা মুখ চিনবে কীকরে?
আশেপাশে ঘুরে যদি খোলশটি পরে!