মন কুক্কুট যারে দিয়েছে ঠোকর
কী করে সে থাকবে ঘুমের 'পর
পাখির চঞ্চুটি গোঁজে সুসময়ে
না, হারাবে সে নিঃসীম বলয়ে?
অনন্তে লিখো নাকো কোন জয়
যাবেই উড়ে, রবে না তা অক্ষয়
সমীরে পল্লব রেখো না ঘিরে
প্রেষণা হারাবে বিলোল মর্মরে।
বলো আজ, কেবা শোনে কার কথা
শূন্য বুকে যে জেগে আছে শত ব্যথা
চাইলে কি আর যায় গো ভালোবাসা
কেউ যদি না বোঝে ভাবের পরিভাষা?
পোড়া মন অবিরত ব্যথায় ভরে উঠে
স্বপ্নগুলো বারে বারে যায় যেন টুটে!
সব ভোলে আয় না, আমি আর তুই -
একই সুরে গেয়ে উঠি মাভৈঃ মাভৈঃ।