বুঝতে যে চায় না সে, কখনোই চায় না
চিনতে যে পায় না সে, ভালোবাসা বোঝে না
মনপোড়া বেদনার বোবাকান্নায় শব্দ হয় না
অভিমানীর মরম-ব্যথা কেউ তো বোঝে না।

আলোর সাঁকো মন যেন এক দুরন্ত বাহন
মানে কি শাসন কিছুই? শোনে না বারণ!
অভ্রভেদী তড়িৎ যোজক ক্ষীপ্রগতির মহাসড়ক
যখন তখন উঠে ফুঁসে যেমন; স্তিমিত পাবক!

বিচিত্র রঙ ধরে কেমন! মুখে নেই ভাষা
ক্ষণে ফোটে ক্রোধ ক্লেশ ক্ষণে ভালোবাসা!
গিলে না অশনও কিছু, না-চায় বসন
প্রীতিময় হৃদজুড়ে শুধু চায় স্নেহাসন।

দিতে চায় পেতে চায় সুখ তরে আইঢাই
প্রেম-প্রীতির ভাটা হলে করে হায় হায়?
প্রীতির আসন পেলেই বসে মন জুড়ে
ভালোবাসা না পেলে হিংসায় পোড়ে?


🔯  কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ১১) কাব্য সংকলনে প্রকাশিত।