ওই দূর দিগন্তে চেয়ে বসন্ত বেলা যায়
ক্ষণিকে হারায় মন আকাশ ঠিকানায়।
গোধূলির আবীর মাখা শ্যামল শাদ্বল
জীবন কাননে ফোটে কুসুমের শতদল।
প্রভাতে সোনার রবি যেথা উঠে ফোটে
পাবো কি তোমার দেখা যাই যত ছুটে!
যে রঙ-তুলিতে উষায় এঁকেছো আলপনা
সাঁঝের সমীরে ভাসাও তার কিছু কণা।
সেই রঙের আভা হেরি প্রিয়ার কপোলে
তার কিছু মিশে গেছে পলাশ ও শিমুলে!
যেই মাঠ-প্রান্তর জুড়ে আছে ওই পদমূলে
সোনালি শিষের ছটায় নাচে দুলে দুলে।
কিষাণের আঙিনা পরে তালের শাখায়
বাবুই বেঁধেছে বাসা তোমারই আশায়।
শিরীষ-কিঞ্জল কাঁদে সে পরশ নিতে
প্রিয়ারে সঁপতে মন আজো মাতে গীতে।
আকাশকে প্রণয়ে জড়াতে চেয়েছো কী সুখে
পড়ে আছো আজো তাই ব্যথা নিয়ে বুকে!
মিশে আছো দুজনায়, যত দেখি একাকার
ঘুচবে না কখনো জানি; মিলনের হাহাকার।
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৬৬) কাব্যগ্রন্থে প্রকাশিত।