রাত্রি তোমার নাম – দিবসের অভিভব:
দীঘল যাত্রার ক্লান্তি বিকোয় বিশ্রামের অবক্ষয়ে
প্রলুব্ধক দৃষ্টি ধুয়ে ঝিমোয় অতুল পরিব্রাজক –
এক রাতপাখি – তমোঘোর পকেটে ঘুমোয়;
উড়ে না সে, দানা ঠোকরায়।
এখন রাত্রি হলে শোক-সারি দল মেলে
আঁধারে হারায় মন ঝুরঝুর শ্বাসে, বিরহ বেদনায়
উন্মন হিয়া কাঁপে কী জানি কি ত্রাসে!
কী যে সে বিষজ্বালা ঝরে পড়ে ফুলমালা
একা একা জেগে জেগে কাল-ক্ষণ অবক্ষেপণ।
শত বেদনার প্রচ্ছদে মিশে আছে স্বপ্নছায়া -
জেগে আছে স্মৃতিগুলো হৃদয় নিবাসে
এক বুক আশা নিয়ে আজো চেয়ে আছি
পাওনা ছিল একটি দিনের রুধির-রোল
শুনতে কি পাবো তা যবনিকা পাতে?
ছিন্নপাতা শূন্য হাতে খুঁড়বে মাথা দিনে-রাতে
দেখবে যখন এক প্রভাতে হৃদয় গালিচা ভেদে
কাঁচা মেহদীর সবুজ রঙ খুন হয়ে উঠেছে ফুটে!
প্রেমের জন্যে না-হয় একটু স্বার্থপরই হলে
গরল ছেঁকেই নিটোল প্রাতে আশাটি পুরালে!
____________________
⭐ কবিতাটি "অবনীর শেষ শব্দ" (পৃষ্ঠা-১৫) কাব্যগ্রন্থে প্রকাশিত।