যে মসীতে বিষ ঝরে তোলপাড়ে মন
শান্ত দিঘীর জলে অস্থির আলোড়ন।
সরিৎ যায় বয়ে চাঁদনীর ঘাট ছুঁয়ে
সে ঘাতে তৃষা জাগে অলক হৃদয়ে।

মনেতে মিশে মন হলে একই আত্মা
সৌরভ বিভাসে লীন, নয় ভিন-সত্তা।
বিষাদিত বেদনার নিঠুর জোছনায়
বিরহ অমাবশ্যা রচে সেই চেতনায়।

তুল্য করে মূল্য দিয়ে স্বপ্ন কেনা যায় না
ও কানাই দেখ খুলে গোপন মনের আয়না।
প্রীতির মালায় গাঁথা যত ব্যথার বেদনা
নীরবে যায় কেঁদে কেউ তা দেখে না।

চঞ্চল তনু, উন্মন মন, নিশপিশে গরজায়
সীমার কঠিনে বাঁধো, যেন না সে তড়পায়।
সুন্দরের মাঝে বাস যদি অসুন্দরের কীট
ভস্ম হোক - দাও না জ্বেলে মার্তণ্ড কৃপীট।
____________________
⭐কবিতাটি "সম্ভার" (পৃষ্ঠা-১৫) কাব্য সংকলনে প্রকাশিত।