স্মৃতির বিরহী নদী ভাসায় দুকূল
মায়ার বাঁধনে বাঁধা ছিল হৃদয়ের ধন
'আসি' বললেই যে হয় না বিদায়
আসি আসি বলেও যদি না সে যায়
কে করে বিদায় তারে কে করে বরণ?
শীতে নেই আশা বাদলের কদম ফুল
হক না-হক কত কী তো চাই
পরাণ ডুরে বাঁধি যারে শক্ত হাতে
তবুও হারায় তা যে তুচ্ছ অজুহাতে?
যাবার কালে শূন্য হাতেই যাই!
রঙধনুর রঙ গিলে ঝিম ধরে থাকে
নীলিমায় লোপাট হওয়া নীল আকাশটি
মনের আকাশ যত থাক ঘনঘোর কালো
যদি না থাকে চাঁদ আর না-ই থাকে আলো
ফুটে থাক তবু সেথা তারা কোটি কোটি -
যাকিছু যায় যাক, দূরের হারানো বাঁকে
মিলিয়ে সে যাক না সময়ের আবাহন
স্বপ্নের ভরা নদী কলতানে বয়ে যাক
আশাগুলো রাঙা ঠোঁটে তবু বেঁচে থাক
পাখিদের চোখে থাক আলোর বিচ্ছুরণ।
বৃক্ষের বংশ নির্বংশে দাঁড়িয়ে যে সভ্যতা
ধিক তারে শত ধিক সেই আয়েসের কীট
প্রাসাদ গড়েছে যারা আরাম ও বিলাসিতায়
সভ্যতার নামে ওরা মেতেছে নিষ্ঠুরতায়
বুঝবে সেদিন ঊষর নিদাঘে ঠেকবে যখন পিঠ।