কবি শহিদ খাঁনের 'কবি হতে গিয়ে' শির্ষক কবিতা পড়ে সেই কবিতার জবাবে কবিকে আশ্বস্ত করতে কয়েকটি চরণ তাঁকেই উৎসর্গ করছি।
---------------------------------------
জীবনটা এক মারি-মড়কের দু'ধারা ভোজালি,
ছিঁড়ে কেটে ফালা-ফালা!
ভেঙে-চুরে একসা স্বপ্নের খেলাঘর
ঘূর্ণি প্লাবনে ভাসে সুখের বাসর...
কখনো উল্টে যায় স্বপ্নজমিন,
ক্ষমতারও মসনদ,
কিবা পাকা ধানে মই...
সম্পর্কের খিন্ন সুতোর সূত্রে পরও আপন হয়,
আবার আপন হয়ে যায় দেখি পর!
দুঃখগুলো সাদা-কালো নির্বাক চলচিত্র -
গোপন ব্যথারা দুর্বোধ্য হাহাকারে শব্দহীন,
বোবাকান্নায় বাতাসের আঁচল ছুঁয়ে উড়ে,
উদ্বায়ী পাখা ঘুরে সে কোন আকর্ষণে?
পড়ে না ধরা শক্তিশালী শব্দ তরঙ্গের অন্তর্জালে...
আস্থা-বিশ্বাসের খড়কুটোর ইন্ধনে
চলুক সে রথ, লঙ্ঘিতে হবে সমূহ বাঁধা -
দিতে তে হবে পাড়ি তবু,
যেতে হবে বহুদূর; দূরতম পথ।