এই দেশে এতরাতে
আমি আর রাত ছাড়া কে-বা জেগে রয়
মাঝে মাঝে সারমেয়
সুখাবেশে কোলাহলে মাতে, জাগে বিস্ময়।
অতলান্তের নীলাদ্রি ছুঁয়ে
নিঃসীম রাতের আঁধারে হেঁটেছি যোজন পথ
সময়ের ভ্রূকুটি আমায়
পারেনি থামাতে, রুদ্ধ করেনি আলোর রথ।
বিশুদ্ধতার বাতায়ন গলে
আলেয়ার আবেশে দিবস-যামী যায় ভেসে
বিভীষিকায় ছুঁয়েছে মন
সত্য-মিথ্যার জারণে একাকার মিলেমিশে।
মাঝে মাঝে ভুলে যাই;
আমি ভুলে যাই - সর্বশেষ নিঃশ্বাসের কথা
লাল নীল মিহি-কষ্ট
সুখের খরায় তটিনী জাগে বুকে ধরে ব্যথা।
কাকে যেন ভালোবেসে
দিয়েছিলাম কথা বিশুষ্ক হৃদয়ের আগল খুলে
দাঁড়িয়ে কি আছে আজো
এখনো অপেক্ষায় প্রত্ন সময়ের আঁচল মেলে?
সুখের আশা যাপনে ত্যাজি
নিদহারা আঁখিজুড়ে আর কোন স্বপ্ন না ডুরে
নিষাদ ফেঁদেছে মোহ-জাল
প্রহেলিকা ম্লান-শিষে হৃদয় গিয়েছে মুড়ে।
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৫৭) কাব্যগ্রন্থে প্রকাশিত।