ক্ষমতার কুরসি পরে যখন যারাই হয়েছে আসীন
প্রগতির আরশিতে তারা ভুবন দেখে ভারী রঙিন।
ভাগ্য-বিধাতা তারা নিজেরাই হলো একক প্রেমিক,
উদার, গনতন্ত্রীমনা, আইন মান্যকারী, নিষ্ঠ সেবক,
প্রগতির মাঝি, জনতার মা-বাপ, দরদী অসীম।
আর বাকি পঙ্গপাল, দেশদ্রোহী অধমের নরাধম।
প্রতিবাদী যারা - তারাই হলো যে চরম স্বেচ্চাচারী।
আর-পক্ষ ভেবে মরে ওরাই বুঝি চরম স্বৈরাচারী।
কুরসিধারীরা ভাবে; তারাই মানবিক যুগের ত্রাতা
ন্যায়দণ্ড হাতে করতে শাসন করছে না অন্যথা।
চোঙা হাতে জনতার মাঝে লুটায় তারা করতালি
কুম্ভিরাশ্রুতে আমাদেরে দেয় উপহার চোরাবালি।
কেউই নয় আসল বন্ধু কখনো অসহায় জনতার
পড়ে পড়ে মার খাই মোরা, বয়ে যাই ব্যথাভার।
তারা তো চিরকাল দরদী মহান সেবক সেজে রয়
আমরা অধম ররাবর এদের ক্রীড়নকই বনে যাই।
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৭৭) কাব্যগ্রন্থে প্রকাশিত।