বর্জ্য ত্যাগে শুদ্ধ দেহ
অহম ত্যাগে মন
কর্ম বলে সফলতায়
চাই যে কঠিন পণ।

ধর্ম বিনে পায় না শোভা
বস্তু ও জীবন
অতি সুখের দুঃখে ঢাকে
মুক্ত আলোর ভুবন।

ধর্ম চেয়েও কর্ম বড়
তবুও থাকা চাই
ধর্মই সকল বায়বীয়
গুণের আধার ভাই।

কর্মে ধর্মে অর্জিত ধন
পুণ্য নামে খ্যাত
ব্যক্তি বস্তুর গুণের আকর
ধর্মেই সকল হিত।

পান্না সবুজ নীলসিয়া সুখ
জড়িয়ে প্রতিম নিঃশ্বাসে
ধর্ম থাকুক মানবতায়
বস্তু গুণের বিশ্বাসে।
____________________
⭐কবিতাটি "সম্ভার" (পৃষ্ঠা-০৯) কাব্য সংকলনে প্রকাশিত।