ভাষাহীন আকুলতায় কবিতা সাজাও
কিছু তার গান নিয়ে সুর জুড়ে দাও
আর কিছু ভুল যদি মালায় গাঁথো
অনিমেষ চোখে তবে আমায় দেখো
মরীচিকা খুঁজে মন হাত বাড়াবেই।
ওই মন জানালায় ভাবগুলো আসে যায়
নিদহারা দুটি চোখ, ভাবে ঘোর উন্মুখ
সিন্ধুর বিন্দুতে আমায় দেখো।
আলোছায়া মোড়া যত আবেগের সুর
রাঙাতে মনের ভুবন মাধুরী বকুলে
সহজ কথার শিখা পায় না প্রকাশ
‘বিটোফিন’ সুরে কি'বা মরমিয়া গানে।
'সরস্বতী’ কাছে মোর এই আরাধনা;
ধন নয় মান নয় যেন কবি বনা যায়।
ধ্যানে রত দিনরাত আনি ভাব কবিতার
সৃষ্টিতে জুড়েছি যা; দেখো তার সবই ধার।
আবেগের ভারে নুয়ে ফাটে যার বুক
ফোটে-না তো মুখ তার অবাধ্য ব্যথায়
অবোধ ভাষারা খুঁজে পায় না তো পথ
মিটে না কখনো সে প্রকাশের তৃষা:
তাই -
রঙ মেখে কেঁচোগুলো ভাসালাম পর্দায়
গান কি না কাব্য তা; সৃষ্টিটা বুঝা ভার।
হাত নেই, পা নেই তবু যেন কিভাবে -
ছবি এরা এঁকে যায়, ফুটে উঠে কবিতা!
----------------------------------------
★ 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।
★বিনীত কৈফিয়তঃ কবি বন্ধুরা যেন মনঃক্ষুন্ন হবেন না।
এখানে একান্তই নিজের অভিব্যক্তি তুলে ধরেছি।