বাংলা কবিতার আসর-৪
সুপ্রিয় কবি বন্ধুরা,
ঈদোত্তর প্রীতি ও শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই কুশলেই আছেন। কামনা করি - সবাই ভাল থাকুন।
সবাই জানেন, বাংলা কবিতা আসরের কবি বন্ধুদের মধ্যে ব্যাক্তিগত পর্যায়ে যোগাযোগ ও সম্প্রীতি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মোটামুটি নিয়মিতই আমরা আড্ডায় মিলিত হয়ে আসছি। আড্ডায় আমরা নিজেদের মধ্যে কবি ও কবিতা সংশ্লিষ্ট বিষয়াদি ছাড়াও এই আসরের সুবিধা-অসুবিধা ভাল-মন্দ বিষয়ে মত বিনিময় করে থাকি।
আগামী ১৪ জুলাই ২০১৮ শনিবার বিকাল ৪:০০টায় আবারো আমরা 'মাসিক আড্ডা-৪' এ মিলিত হতে যাচ্ছি। উল্লেখ্য, এবারকার আড্ডার আসর কবি হচ্ছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও আসরের প্রতিশ্রুতিশীল কবি জনাব জালাল উদ্দিন মুহম্মদ। আসরটি পরিচালিত হবে প্রাজ্ঞ কবি জনাব কবীর হুমায়ূনের সভাপতিত্বে। আসর সঞ্চালনা করবেন ছান্দসিক কবি মুহাম্মদ মনিরুজ্জামান।
আসুন সহাস্য বদনে এই আলোর মিছিলে যোগ দিই। একে অপরকে চিনি, কবিতাকে জানি। মন্তব্যের মাধ্যমে ও ফোনে আপনাদের সবান্ধব উপস্থিতি নিশ্চিত করার জন্যে বিনীত অনুরোধ রাখছি। ধন্যবাদ।
মোবাইল যোগাযোগ:
কবীর হুমায়ূন - ০১৭৩৩-৯৯০ ৯৬৫
অনিরুদ্ধ বুলবুল - ০১৯১১-৩৮৫ ৯৫৫
আড্ডার স্থান ও বিস্তারিত কর্মসূচী:
স্থান: ৩৩৮/১ আহম্মদ নগর (মনির উদ্দিন মসজিদ লেন), মিরপুর-১, ঢাকা। [মিরপুর-১ এ অবস্থিত 'কিয়াংসি চায়নিজ' এর বিপরীত দিকের রাস্তা ধরে এগিয়ে গেলে ডান দিকের তৃতীয় গলিতে ঢুকে বামদিকের চারটি বাড়ির পর]
মাসিক আড্ডা-৪ এর অনুষ্ঠানসূচী -
⭐ প্রথম পর্ব (বিকাল ৪:০০~৫:১০):
* উপস্থিত কবি ও অতিথিদের অভ্যর্থনা
* সভাপতি ও আসর কবির আসন গ্রহণ
* সভাপতির স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান শুরুর ঘোষণা
* আসর কবির পরিচিতি পাঠ ও শুভেচ্ছা জ্ঞাপন
* আসর কবির স্বরচিত কবিতা পাঠ
⭐ দ্বিতীয় পর্ব (বিকাল ৫:৩০~৭:০০):
* উপস্থিত কবিদের নিজ নিজ পরিচয় জ্ঞাপন ও
স্বরচিত কবিতা পাঠ
* নামাজ ও চা বিরতি
⭐ তৃতীয় পর্ব (সন্ধ্যা ৭:৩০~৯:০০):
* কাব্য ভাবনা
* আড্ডা/প্রশ্নোত্তর
* আসর কবির বক্তব্য
* সভাপতির সমাপনী ভাষণ ও সমাপ্তি ঘোষণা।
-----------------------------------------
আপডেট: ১৩ জুলাই (সন্ধ্যা ০৭:০০)
উপস্থিত থাকার সম্মতি জানিয়ে যোগাযোগ করেছেন (সর্বকবি):
০১। মো: মোজাম্মেল হোসেন
০২। মো: ফিরোজ হোসেন
০৩। মুহাম্মদ মনিরুজ্জামান
০৪। রুনা লায়লা
০৫। কবীর হুমায়ূন
০৬। আফরিনা নাজনীন মিলি
০৭। গোলাম রহমান
০৮। মো: ফরিদ হাসান
০৯। সরকার মুনীর
১০। রুবু মান্নাফ
১১। রুহান
১২। ইথার
১৩। শেখ ফরিদ
১৪। জালাল উদ্দিন মুহাম্মদ
১৫। মনিরুল ইসলাম মনির
১৬। জাহিদ হোসেন রনজু
১৭। হুমায়ুন কবির
১৮। সরদার আরিফ উদ্দিন
১৯। মো: সাখাওয়াত হোসেন
২০। এইচ আই হামজা
২১। মো: মুস্তাফিজুর রহমান
২২। সোহাগ আহমেদ
২৩ মিনু গরেট্টী কোড়াইয়া
২৪। জে আর এ্যাগ্নেস
২৫। শব্দ মাধুকরী
২৬। মোঃ জাহিদ হাসান
২৭। জাহাঙ্গীর কবীর
২৮। জ. র. জিম এবং
২৯। অনিরুদ্ধ বুলবুল