ভাবনাগুলো গিরি গুহা হয়ে ছুটে,
পাথার-প্রান্তরে খাবি খেতে খেতে খামচে ধরে
কবিতার খেরুপাতা।
কখনো ভাসে এরা, কখনো হাসায়
কারে বা কাঁদায় কী নিজেই কাঁদে, জানে না সে;
ভাবনার নাব্যতায় কখন যে ভাসে, কখন হারায়।

নিরুপায় কবি বড় অসহায়;
খাতার দখল একটু একটু করে চলে যায়
শৃঙ্খলে বাঁধা কিছু উশৃঙ্খল শব্দের কোলে।
মগজ গলে গলে পড়ে,
প্রশান্তিরা উষ্ণশিখা হয়ে নাসিকায় জ্বলে;
পেয়ালায় ওমর খৈয়াম ঢেলে চলে নৈঃশব্দ্য পান।

ঝর্ণার প্রস্রবণের মত উপল ছুঁয়ে ছুঁয়ে
সুখের ব্যথারা নদী হয়ে ছুটে সাগর মোহনায়,
কবিতার ভেলায় ভেসে কবি স্বপ্ন দেখে
সাগর পাড়ি দেবার।
এভাবেই কুঁড়ি মেলে একটি নতুন আখ্যান।
...আমি কবি হয়ে উঠি! সত্যি কি তাই!
____________________
⭐ কবিতাটি "কবিতা ভাবনা" (পৃষ্ঠা-২৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।