কবিতা- ভাবের উত্কর্ষতার ফসল
ভাব- আবেগের বাস্পায়িত ধোঁয়া
আবেগ- হৃদয় নিংড়ানো নির্যাস;
কিছু রূপক, কিছু বাস্তব, কিছু কল্পনা
বাদবাকী সব সুগঠিত শব্দের ইন্দ্রজাল
সব মিলে হয়ে উঠি আমি এক কবি
ছন্দে গন্ধে অমিয় পরশে
হৃদয়ে জাগাই বেদনার ছবি...
দুরপনেয় স্মৃতির শিশিরে
লিখে রাখি তোমার নাম
নীলিমার নীল মেখেছি অঙ্গে তোমার
সময়ের পলে পলে
ক্ষণে ক্ষণে হৃদয় বাথানে হানা
জাগাও মনেতে সুখ বেদনার ছায়া
নদীজলে জোৎস্নার প্রতিবিম্ব তোমার
সন্তর্পণে মেঘলোকে হাসে...
স্নিগ্ধ সমীরে ভাসে ঘোলাটে সভ্যতার প্রতিশ্রুতি
আঁধার গহ্বরের শূন্যতায়
চাঁদের আলো পড়ে না বড়
অতল সাগর ছুঁয়েছিল যেথা
চেতনার প্রগাঢ় নদী
সে ছোঁয়ায় কবি বেদনা অনুভব করে
সুখের রেণু আজো বেদনা হয়ে ঝরে
তোমার অঙ্গে মনে আর রক্তপ্রবাহে?
- - - - - - - - - - - - - - - - - - - - -
★ 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-২৪) কাব্যগ্রন্থে প্রকাশিত।