কবিতা ভাবনায় মাঝে মাঝে মনে জাগা এলোমেলো শতকথা ভাষা পায়। অযত্নে অবহেলায় পড়ে থাকা নানান সময়ে ও আবহে সৃষ্ট সেইসব কথামালার বিন্যাসে তৈরী কিছু কবিতার আঁচড়...
পর্যায়ক্রমে 'কবিকথা' সিরিজে প্রকাশিত হবে।
________________________


কবির কলম স্থবির হলে
কেমনে আসে কবিতা
শব্দ রসের আকাল যখন
খাটে না কোনই ভনিতা।
রৌদ্র তেজের প্রখর তাপও
ছড়ায় না আর সবিতা।

ছেঁড়া কথার ডানায় ভেসে
শব্দরা ধায় আকাশ ফুঁড়ে
মন মাতানো চৈতালী সুর
পালায় মনের চাতাল ছেড়ে।
কবির কলম গুমরে কাঁদে
শব্দহারা সুর বিধুরে।

যাপন দিনের এমনি খেলায়
নিযুত কাব্যে সুর মিলাতে
গলদঘর্ম লাখো কবি
ঠুকছে মাথা দিনে রাতে
রুটি-রুজির ধান্ধা বিহীন
তাই কবিরা হাড়-হাভাতে?