কবিতা ভাবনায় মাঝে মাঝে মনে জাগা এলোমেলো শতকথা ভাষা পায়। অযত্নে অবহেলায় পড়ে থাকা নানান সময়ে ও আবহে সৃষ্ট সেইসব কথামালার বিন্যাসে তৈরী কিছু কবিতার আঁচড়...
পর্যায়ক্রমে 'কবিকথা' সিরিজে প্রকাশিত হবে।
________________________
অনন্তে লিখো না লিপি, করো না রোদন
কবিভাবনায় জাগে প্রকাশের আস্ফালন।
হেথায় হোথায় যা কিছু কুড়াই
খুঁটে খুঁটে আনি; কবিতা গড়াই
ধূপ-ধুনো দিয়ে গড়ি কবিতা জমিন
মায়াজাল প্রসারণে মুড়ি কাব্য ভুবন
উদ্ভাসিত আলোর বন্যায় জাগে কবিতার অভিলাষ
ম্রিয়মাণ 'কবিকথা' সময়ের আলপথে হয় প্রতিভাস।
সমুদ্ভব ‘আমি’-তে আমিময় জাগে কবিতার শিহরণ!
‘আমি’-র বিচরণে কেঁপে কেঁপে সারা চরাচর ত্রিভুবন!
আমি কবি কাব্যে জাগাই ঝড়, শূন্যে উড়ে খড়
আমার ভয়েতে কবিতাপাতা কাঁপে হেন থর-থর।
ধরা দাও প্রিয়া মোর থেকো না গো দূরে
পূর্ণ করো কাব্য-ঘড়া আসো বাহুডোরে।
কী যে লিখি ছাই আমিই কি তার কিছু বুঝি
খড়ের গাদায় সুঁই কুড়াতে কবিতার ছায়া খুঁজি।
কাব্য-শস্যে ভরা মাঠ জাগুক মননের তীর্থ জুড়ে
আমোদিত আঙিনা, গাইবে সুজন কবিতাকে ঘিরে।