কবিতা ভাবনায় মাঝে মাঝে মনে জাগা এলোমেলো শতকথা ভাষা পায়। অযত্নে অবহেলায় পড়ে থাকা নানান সময়ে ও আবহে সৃষ্ট সেইসব কথামালার বিন্যাসে তৈরী কিছু কবিতার আঁচড়...
পর্যায়ক্রমে 'কবিকথা' সিরিজে প্রকাশিত হবে।
________________________

কবি চায় কবিতা হোক পেলব, চারুময়:
সৌরভে মুড়া হাসনুহানা বা রজনীগন্ধার
ফুলেল শয্যা নয় - কণ্টকাকীর্ণ রূপসী গোলাপ...  
নয় ফণীমনসা প্রেমের মোহিনী তৃষা।
ভাবের ওই গোপন বাসরে
কবির কিছু কথা থাকে – তার সুর জানা নেই
ফেরারি মন ঘুরে বেদনার পাতায় পাতায়
রক্তাক্ত হৃদয় কণ্টকিত গোলাপের রুক্ষ ডাটায়।

স্বপ্নবাসে বুভুক্ষু মন পড়ে থাকে কবিতা পাতায়
মনজুড়ে কবিত্ব ধরে শ্বাপদের হিংস্র থাবা লুকায়।
যুগের চাকা ঘুরছে দ্রুত অবিশ্বাসের ছায়ায়
কেউ কারোরই আস্থায় নেই কি'বা কারোর মায়ায়।
স্বপ্নের আকাশে কবি ছড়ায় আলোর কণা
খদ্যোত চোখে দেখে উদ্ধত জ্যোতির ফণা
ঝিকিমিকি রাত কাটে সলমা-জরিতে বোনা
ভাবনার বলাকারা ঝাঁকে-ঝাঁকে নামে কবিতা পাতায়।

আলোর চাঁদোয়ায় বোনা চিত্তির কারুকাজ
জোড়াকাশে স্বপ্ন উড়ে নাচে মন সে আশায়।
জাগে আঁখি অহর্নিশি কবিতার বাসনায়
দিন রাত কবিতার আলোছায়া জোছনায়
বিম্বিত প্রতিভাসে ঝুলে মন সারাক্ষণ
গনগনে জোছনায় হিয়া জাগে একেলায়
(যেন সে) স্বপনের ছায়া-মৃগ - চকিতে মিলায়।