কবিতা ভাবনায় মাঝে মাঝে মনে জাগা এলোমেলো শত কথা ভাষা পায়। অযত্নে অবহেলায় পড়ে থাকা নানান সময় ও আবহে সৃষ্ট সেইসব কথামালার বিন্যাসে তৈরী কিছু কবিতার আঁচড়... পর্যায়ক্রমে 'কবিকথা' সিরিজে প্রকাশিত হবে।
________________________
সে দিন কি আর হবে আমার
কাব্য-মাঠে পেখম মেলে নাচার?
ছেঁড়া কথায় কাব্য খোঁজে
যতই না-হই মূর্খ দুরাচার।
কাব্য আমায় মানায় না
তবুও সে ভীষণ জোরে টানে
কবি হওয়া সাজে না, তবুও যে
সুর গেঁথে যাই আপন মনে।
কবি হওয়ার নেই বাসনা
জীর্ণ প্রলাপ যাই মেলে।
কাব্য-মাঠের মুক্ত হাওয়ায়
কইতে কথা প্রাণ খুলে।
কাব্য-ধূপের বিমল মায়ায়
যাই গো খানিক দীপ জ্বেলে
চাই না কিছু কবির খেতাব
না-ই-বা জুটুক এই ভালে।