কবিতা ভাবনায় মাঝে মাঝে মনে জাগা এলোমেলো শত কথা ভাষা পায়। অযত্নে অবহেলায় পড়ে থাকা নানান সময় ও আবহে সৃষ্ট সেইসব কথামালার বিন্যাসে তৈরী কিছু কবিতার আঁচড়... পর্যায়ক্রমে 'কবিকথা' সিরিজে প্রকাশিত হবে।
_________________________

আমি এক হঠাৎ কবি
ভাবনার কাব্য নদে
খাচ্ছি ডুবে শুধুই খাবি।

সুর পেলে তাই ছন্দ রচি
নইলে চেঁচাই হেঁড়ে গলায়
সৃষ্টিসুখে তা-ধিন নাচি।

কথায় আমার না থাক ছিরি
কাব্য বিহীন ভাবনা গাথায়
হর-হামেশাই মিলছে তুড়ি।

এমন স্বদেশ পেলাম রে ভাই
নাম লিখালেই সফল জনম
কবির খেতাব পেয়েই যাই।

পেলাম তো ভাই কবির খেতাব
স্বপ্নঘোরে হাঁটি চলি দিনেরাতে
তকমা গলায়, ভরছি কিতাব।