বিবেকের কারাগার ভেঙে সমুদ্র হৃদয় কি
অসীম আকাশে, না কূয়ায় নিপতিত হ'ল!
ঠিক ঠাহর করতে পারছি না।
শাশ্বত আমোদের রেশ তবু মিশে আছে
তালকানা নেশায়, যতিহীন কল্পনায়
আর অনন্ত বিলাসী সৃষ্টির অবয়বে।

সময়কে বেড়ি পরাতে চেয়েছিলাম -
দেখি; তন্তুমিহিন নীরবতায় গুটি গুটি পায়ে
কখন জানি সীমানা পেরিয়ে এগিয়েছে বহুদূর!
রেশমী কোমল সে পথের বেশরম ছায়া আজো
হেংলা পাতকের ললুপতায় নগ্ন,
আমিও রয়েছি ঢের সময় নিগড়ে বন্দি।

ছেঁড়া চিঠির ডানাটি আচম্বিতেই দিয়েছি ঝেড়ে
তার অনাদি শূন্য বুকে কী ছিল লেখা -
সে কি স্বপ্নের খেলাঘর নাকি যাপনের দোলাচাল?
মননের নন্দনপুটে খোদিত ছিল যে নাম
তারই অদ্যাক্ষর আজ করেছি আবিস্কার
শোনিতে তুলেছে ঝড়; তাণ্ডবের খাণ্ডব-দাহন।

জীবনের বাইরে জীবন, সম্পর্কের বাইরে সম্পর্ক
বন্ধুত্বেরও আছে জটিল সমীকরণ,
সাহসে খুঁজে ফিরি শক্তির অমিয় স্ফুরণ!
ভালোবাসার নীল বেদনা ছেয়েছে হৃদয়,
যাপনে মিশেছে বিষ, বিষাদকে করে কুর্ণিশ
নিয়ত প্রশ্বাস হচ্ছে ভারী - আসন্ন যতির অকুস্থল।

_______________________
🔯 চয়নিকা কাব্য সংকলন (পৃষ্ঠা-১১) প্রকাশিত