আলো আঁধারীর খাঁচায় পালিত
সময়ের যাপিত পাখিরা শোন;
সত্যের আদলে জেনেছো কী এতকাল:
মৃত্যু একটি দুর্ঘটনার নাম -
বুঝি বা আসলে জন্মই সব!
জনম জঠরে লুক্কায়িত জেনো মরণের বাস।
সাজায়ে ফুল ঢালি, সানাইয়ের নহবতে
বরেছো তারে ফুৎকারে দীপ বছর গোনে।
ভাদুরে স্মৃতির সোমত্ত আলোয়
তটিনী ভাসায় - ভাসে না সত্য তবু।
আসলে জন্ম প্রভাতেই বুনেছো মৃত্যুর বীজ
পরিণতি পাবে শুধু বিদায় কালে।
দৃশ্য ত্যাজে হানো তো দৃষ্টি অদৃশ্যে এবার,
নিকষ গুহার আঁধারে জ্বালাও 'মাইনিং সার্চ লাইট';
বিস্ফারিত নয়নের অনন্ত দৃষ্টি বিবরে গুঁজে -
সত্য খুঁজো; স্থবির জঞ্জালের অণুটি ঘিরে
ক্রিয়াশীল সদা বিনশ্বরে ক্ষয়
হেথা কালের প্রবাহ জুড়ে!
চিরায়ত হিসাব উল্টে দেখো;
আসলে জন্ম হেথা ঘটনাই নয় - মৃত্যুই সব!
দিন ক্ষণ লেখা যত জমার খাতায়
খরচ হয়েছে তা ই মৃত্যুর মাশুলে!
আলোতে লিখেছো জন্মগাথা নিপুণ তুলিতে
অলঙ্ঘ সত্য খুঁজে দেখো -
মরণই সত্য বটে; জন্ম কেবল সূচনাটি তার!!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
* কবিতাটি ‘স্বপ্ন কাজল’(পৃষ্ঠা-৫১) ২০০৯, কাব্যগ্রন্থে প্রকাশিত।