সব কথা যায় না শোনা,
সব ব্যথা যায় কি বোঝা?
সব ভাষার ফোটে না বোল শোনে না সবাই
সব ঘ্রাণ সয় না নাকে,
সব ফুলে হয় না মালা গাঁথা
লাগে না নৈবদ্যের সাজে,
বাতাসেরও আছে কথা -
সুর কলগান বেদনা বিধুর।
ফুলেরও আছে শোভা হাসি,
বিহগের প্রেম গান ও সুর
দুপুরের আছে চণ্ডিনৃত্য – পাতা ঝরাবার
ঝর্নার সুরে জাগে সকরুণ তান
খর-বধির পাষাণ যে হিয়া জাগিয়া;
শুনতে কি পায় সেও
হৃদয় ছাপিয়া মথিয়া উঠে যে কী শ্রাবণের বান?
সবই তো দেয় না ধরা শরীরি মনের বাস্তু মননে!
চিত্ত ভরিয়া উপছে পড়ে যে ভালবাসার টান
দগ্ধ হৃদয় পায় কি দিশা বেগবতী স্রোত-প্লাবনের?
ছন্দ যখন কবিতার পটে আঁকে বিমুগ্ধ ছবি
বিমূর্ততার আড়াল ঢেকে জলরঙ কেন দেয় চোখে ফাঁকি?
নীরবে জাগে কবি নিভৃতে শোনে গান
অস্ফুট কথার কাব্য শুনতে, পেতে রাখে মনোকান।
হৃদয় বীণার তারে বেজে যায় বেহাগের সুর
স্বপ্ন রথের খুঁজতে চাকা রাত্রি যে হ'ল ভোর!