(গীতিকাব্য)
যদি কোন এক শিল্পী হতাম
ভাষাহীন কথামালা গানে সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
মনের গোপন ব্যথা লিখে জানাতো।
কানা গলিটির মোড়ে
ধ্বসে পড়া মন্দিরে
স্বপ্নকে দিয়েছি কবর।
জীবনের ভাঙা পাড়ে
আঁকা-বাঁকা পথ ধরে
নাঙা পায় আমি হেঁটেছি কতো।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
হৃদয়ের শত ব্যথা লিখে জানাতো।
যদি কোন এক শিল্পী হতাম
হৃদয়ের চাওয়া পাওয়া গানে সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
না বলা মনের কথা লিখে জানাতো।
তুমি নেই অবসরে
সুর হারা বাঁশী ফুঁড়ে
কোন গীত আর বাজে না তো।
নির্জন নদী তীরে
প্রেমহীন ভাঙা ঘরে
বিরহের গান গাই অবিরত।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
মন পোড়া হাহাকার লিখে জানাতো।
যদি কোন এক শিল্পী হতাম
তোমার মনের পাশে মন সাজাতাম।
পোড়া মন যদি ওগো কবিতা হতো
ব্যথার এ নদীটিরে বেঁধে রাখতো
সময়ের খেয়া ঘাটে
কড়ি বিনে পার হতে
কত পণ করেছি শত।
এই ভালো সেই ভালো
দেখেশুনে ছিপ ফেলো
নিয়তির ‘পরে ভর করো না তো
পোড়া মন যদি ওগো কবিতা হতো
হৃদয়ের কাশফুলও সুরভী দিতো।
_______________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-৩৩) কাব্যগ্রন্থে প্রকাশিত।