ঝাঁকে ঝাঁকে বুনোহাঁসে
উড়ে যায় আকাশে
সন্ধ্যার সংরাগে ফোটে ঘ্রাণ 
লাজ-ঘন বাতাসে।

যদি মন চায় এসো তবে
অলস খেলা ফেলে
মেঘে ঢাকা বেলা দেখো
মিটমিটে যায় চলে।

এক্কা-দুক্কা খেলবে যদি
বকুল তলায় এসো
সাথী হবার ভাবনাটিকে
মন গহনে পুষো।

দিন কেটে যাক হেসে খেলে
বন বাদারে ঘুরেই
সন্ধ্যাকালে ফিরবো ঘরে
তোমার হাতটি ধরেই।

ওই বেদনার ভুলগুলি হোক
রোদে ভাজা বালি
ঘন মিহি লালে নীলে
ঢাকুক ব্যথাগুলি।

সত্তায় তোমার থাক-না মিশে
চকিত মন তনু
সুখে দুঃখে হবো সাথী
সুজন হলে দুনো।

যতই আমি যাই-না সরে
সুদূরের ঠিকানায়
বারে বারে ফিরি যেন
তোমার ওই আঙিনায়।


🔯  কবিতাটি "দ্বাদশ রবির কর" (পৃষ্ঠা - ১২) কাব্য সংকলনে প্রকাশিত।