সম্পর্কটা পাওনাদার দেনাদারের মত - কাঁঠালের আঠা;
আহা, কী মধুর! নিবিড় ঘনিষ্ঠতায় গাঢ়; দুজন দুজনার,
মনের আড়ে লুকিয়ে চলে দেনা-পাওনার খতিয়ান
সময়ান্তরে দিন মাস বাসি হলে বদলে যায় তিথি,
যাপনের রোদে শুকোয় হৃদয়ের চিল
ডানা মেলে অচেনা আকাশের গায়।
শূন্য কুম্ভ, তাও যদি হয় ফুটো!
যতই জলদ হোক পানি কি সে ধরতে পারে?
আকাশে খুঁজেছি মুক্তো কত সাগরে কি আসে যায়
হৃদয়ের বার্তা - সে কি বাতাসও দেখতে পায়?
কবে কোথা কাকে যেন ভালবেসে কথা দিয়েছিলে!
ভুলেই তো গেছে মন দিবা অবসানে।
অচেনা নিদাঘে যাপনের পাখিরা ঘুরেফিরে,
দানা খায়, কেলি করে - হরষে লুটায়
পারি কি হতে তাদের মত -
উড়ে যেতে অন্য নীলিমায়?
বারেবারে তড়পাই, ক্লান্ত দেহে ঘুম যাই
সাগর সকাশে নদী; কি জানি কী মোহে হারায়?
পাওনাদার দেনাদার, সম্পর্ক বিধুর হলেও নয় সে মধুর
যেমন: নিষ্কাম প্রেম যেন অাধ-পোড়া বিড়ি –
সুখটান হয় না কারো জীবনের দানে।
শুধু মেঘে কী আর বৃষ্টিরও মিটে আশ
না শান্ত হয় তনুমন ঝড়ের দাপটে!
সে কেবল তছনছই করে!