দ্বিধা নয় কোন সিধা হও,
চোখটি করো হে বন্ধ
স্বপনের জালে বুনো না
জীবনের বৃথা ছন্দ।
দিনকানা তো রোদে গেলেও
কিছুই সে দেখে না
কত তেজে ফোটেছে খৈ
কিছুই তার নেই জানা।
রাত্রিতো এসেছে কতোই
আঁধার ঘিরিয়া সবে
শুকায় কি বেদনার ক্ষত
ভোরহীন রাত্তিরে কবে?
আশার মালা গাঁথো এবার
দ্বিধাটি করো হে দূর
আঁধারের জোনাক আলোয়
দেখবে এবার সমুদ্দুর।