কিছু যার নেই চাওয়ার কী আছে তার ভয়?
কী পেল আর কী-বা নয় থাকে না সংশয়।
সব আশাই হয় না পূরণ, কর যত প্রাণক্ষয়
দুর্ভাগা সে পায় না তীর, প্রেম যাচে পরিণয়।
কিছু প্রাণ জীবনের, প্রেম বিনে যায় মরে
কিছু ফুল ফুটে না, কুঁড়িতে সে যায় ঝরে।
কিছু সুখ টিকে না, বৃথা আঁকা আলপনা
সব হারিয়ে ভোলে না, মনে জাগা কল্পনা।
কিছু গান হেলাফেলায়, সুর বিনে ঝরে যায়
সব ফুল লাগে না সুতোহীন মালা গাঁথায়।
যত থাক আরধনা নৈবদ্যে সাজ বাড়াবার
সব ফুল শোভে না ঘটে, লাগে না পূজার।
ভাঙা পাড়ে থাকে কত জীবনের বায়না
সুখ কিছু সব ভালে একই ভাবে সয় না।
ভাবি সদা চাই যা তা-ই কেন পাই না
পাই কেন ভুল করে কখনো যা চাই না!
কিছু বাণী মোহণীয়, আছে ঢের শিখনীয়
গুণী যারা বরণীয়, তাঁরা হোক স্মরণীয়।
নির্ঝরের ছন্দ - কখনো তো থামে না
জ্ঞানহীন অন্ধ সে, বুঝতে যে পায় না।
পাঁকে ফোটা কুমুদের কী মধুর হাসি
ছুঁইতে চাই না ক্লেদ তারে ভালবাসি।
দেখেছ কি ভীমরুল রচে ভুলেও মধুচাক?
গুণী পায়ে দলে যায় সুখ-ভোগ-নাম-ডাক।
চাওয়া পাওয়া জীবনের নেই সীমা কূল
যত পাই আরো চাই, বাড়ে দুঃখ-মাশুল
কাঁদা হাসা দু'টি রূপই জীবনের অর্ঘ্
হেসে কেঁদে ধরণীরে বানাই সুখ-স্বর্গ।
____________________
⭐কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-১৯) কাব্যগ্রন্থে প্রকাশিত।