জীবন তো একটাই -
দপ করে যমের হাতে তুলে দেবো
না, ছুরির নিচে ট্রাই করবো?
ছুরি-কাঁচির ঝন-ঝনানি, শোননি কি?
যম তো কখনো থমকে দাঁড়ায়, ভরকে যায়
চান্স কখনো ফিফটি ফিফটি কখনো বা নিল।
যম পরাক্রমী, তার জয় অনিবার্য
তবে কি না আগে আর পরে!
ওয়ান টাইম জীবন, ডিসপোজিবল তো বটেই
তাই বলে এত সহজে? মোট্টেও নয়
ফেলে দেয়ার আগে দশ টাকার ফতোয়া
একটু তো ট্রাই করি
টুপি না হোক অন্তত রুমাল...
শেষাবধি না হোক দাঁত মাজার ছাই!
গড়াগড়িয়ে কুলি করে শেষ!
আরে ভাই, স্পোর্টসম্যান হও না কেন
খেলার মাঠে নেমে চেগিয়ে পড়ে থাকা
কক্ষণো নয়, 'লড়কে লেঙ্গে জীঅন, দিলকে লেঙ্গে প্রীত'
তুড়ি দিয়ে চলো, দর্শক-ভক্ত মোহিত হবে
ভুভুজেলা শিসে করতালিমুখর অশান্ত মাঠ
না আছে শান্তি হেথা না সান্ত্বনা, তারচে' ভাল
ছুরি-কাঁচির হাতগুলো শক্ত-পোক্ত শাণিত হোক
যেমন বলেছি আগে;
চান্স কিন্তু ফিফটি ফিফটি অথবা নিল!