জীবন এক বহতা নদী -
বহু পলি দলে যায়, সীমাহীন খাবি খায়
এ-পাড়েতে ভাঙে পাড় ও-পাড়েতে গড়ে
কত ঘাট প্রান্তর ছুঁয়ে চলে নিরন্তর
সব পাড়ি দিয়ে শেষে মোহনার দেখা পায়।

জীবনের পায়ে বেড়ি -
ঝড়-জল নিকেশে রাঙাতে যাই না ভুলি
জীবন তো একটাই -
হাতে হৃদে রসনায় তৃপ্তিতে ভরা চাই
সুরে তারে বাঁধো ভাই, সার্থক হবে তাই!

বৃত্ত বলয়ে কিবা নিত্য নিয়তির ছায়ে
বন্দি জীবন অমর্ত্য নিলয়ে
সব কোল ভেঙে যদি মাথা ঠুকে মরে -
ওই বেলা গাইবো না,
গাইবো না আর কোন জীবনের  গান।

স্তব্ধ নিরালায় ভেসে আসা সুর -
অলস সময় জুড়ে ঘুঘুর দুপুরল
কোকিলের কুহুতান বাজুক না অনিবার,
সারি গেয়ে বাইবো না,
বাইবো না পাথরেও আর কোন যান।
____________________
⭐কবিতাটি "সম্ভার" (পৃষ্ঠা-১১) কাব্য সংকলনে প্রকাশিত।