একা-একা পথচলা যদি ভাল না ই লাগে
তুষানলে জ্বলে মন রাগে কি'বা অনুরাগে
বেদনার গ্লানিটুকু ধুয়ে মুছে আমায় দিয়ো
স্বস্তিসুধা - যা কিছু আমার সুখ তুমি নিয়ো।
একাকিত্বের বেদনা ভারি করুণ নিদাঘ
দুঃখ-সুখের স্মৃতিকোষ পুড়ে হয় খাক।
নিঃসঙ্গতার মর্মজ্বালায় হৃদয় যার পোড়ে
আবেগে বিহ্বল সে যে পোড়ে স্মৃতি ঘোরে।
বিনম্র সময় একাকী ডুবে বিষণ্ন-হতাশায়
অন্তর্মুখী সে কুণ্ঠিত, নয় মজে সৃষ্টিশীলতায়।
আছে দ্বিধা দ্বন্দ্ব তবু জেগে চেতনার কোষ
'মান' পুড়ে এলেবেলে 'হুঁশ'হীন সেই সে মানুষ।
চলে যাবে একদিন এইসব রাত্রি ও দিন
গম্ভীর সময় কাটুক বাজিয়ে সে মনোবীণ
বোঝে নিও অকিঞ্চন কিছু ভালোবাসা
ভ্রম ঘোরেও জেগে থাক আশা ভরসা।
সময় ঘনিষ্ট হলে আমায় দেখে যেয়ো
কুলুকুলু নদীর মত ভালোবাসা দিয়ো।