যায় দিন যাক না মেলে দিয়ে পাখনা
মন্দ-ভাল যা-ই করি থাকবে না ঢাকনা।
প্রেমের অপরূপ শোভা স্মৃতিতেই ভালো
পরিণয়ে মোহ-প্রেমও হয়ে যায় জলো।

আঘাত বুকে বেঁচে থাকায় আছে ভিন্ন সুখ
কুশল তার জানতে আজো হই যে উন্মুখ।
অন্তরের গোপন কোণে ধরে রাখি প্রিয়ারে
শাড়ি চুড়ি কিনে দিই ভালবাসি জায়ারে।

এলেবেলে দিন কাটিয়ে সবাই কেমন ভাল থাকি
চিত্ত সুখের প্রান্ত ছুঁয়ে স্বপ্নটাকেই জাগিয়ে রাখি
সুখ না পেয়েও কেমন দিব্বি বলি; ভাল আছি
এমনি করে সবাই বুঝি প্রতিদিনই মরি বাঁচি!
____________________
⭐ কবিতাটি "বাইনারি সুখের পিদিম" (পৃষ্ঠা-২৪) কাব্যগ্রন্থে প্রকাশিত।