আসর কবি আফরিনা নাজনীন মিলি রচিত 'পিদিম' কবিতা পড়ে মন্তব্য দিতে লেখা কবিতাটি প্রিয় কবিকেই উৎসর্গ করছি।
-------------------------------------

ভোগ বিলাসের এই জীবনে
খাই মিটে না আলোর
চাকচিক্যের জীবন ভোগে
চাইতো আলোর ঝালর।

ভাবনা হলো; অন্তিমকালে
কেমন হবে মাটির ঘর
পিদিম বিহীন সেই ঘরেতে
কোথা পাবো আলোর বর?

আলোর পিদিম ঝাড়-লণ্ঠন
চোখ ধাঁধানো জ্যোতি
জ্যোৎস্না ধোয়া মনের পিদিম
ছড়ায় নূরের দ্যোতি।

পিদিম আছে তোমার কাছে
আমার ঘরেও আছে
সেই পিদিমটি জ্বালিয়ে নিলে
আঁধার যাবে ঘুচে।