নামহারা রাত্রির নিশান্ত শিশির হয়ে
জেগে থেকো তুমি ভোরের আঙ্গিনায়
সযতনে তুলে নিও - কুয়াশার ফুল
মাধুরী পরশ দিও – সিক্ত হৃদয়ে ...
জ্বালামুখ যত আছে প্রদাহ প্রপাত
অনন্ত কামনার তৃষিত বিলাস;
অমল বিন্যাসে ঝরুক হৃদয়ের তাপ,
শিশির স্নাত অনুরাগে স্নিগ্ধ শেফালী হয়ে!
শত মরু প্রান্তর পেরিয়ে নদী অবশেষে
মোহনার কাছে যদি হারায় দিশে!
দিন শেষে বেলা যায় রাত আসে ধীরে
গোধূলীর রঙ মেখে ফিরে যাওয়া নীড়ে।
অতলান্তে ভাসছে দেখ পানা শৈবাল,
স্বপ্ন আছে তারো - সাধ হয় তীরে যাবার।
আকাঙ্ক্ষারা বরাবর বাসনাই থাকে
স্বপ্নেরা কখনো বা ফুল হয়ে ফুটে!
- - - - - - - - - - - - - - - - - - - - - - -
★ কবিতাটি 'সময়ের বাওকুড়ানি' (পৃষ্ঠা-৪২) কাব্যগ্রন্থে প্রকাশিত।